NITTTR Kolkata Recruitment 2025

কৃত্রিম মেধা নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ, আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারেরা

প্রতিষ্ঠানের তরফে ১৫০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ ছাড়াও লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৫:০৯
NITTTR Kolkata.

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।

কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী? ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ পাবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতার তরফে উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মোট আসন সংখ্যা ১৫০।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে কৃত্রিম মেধা ও মেশিন লার্নিং ছাড়াও যে বিষয়গুলি স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে, সেগুলি হল—

১. অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং উইথ পেডাগগি

২. ইন্টালিজেন্স কন্ট্রোল সিস্টেমস উইথ পেডাগগি

৩. স্মার্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং উইথ পেডাগগি

৪. ইঞ্জিনিয়ারিং এডুকেশন

উল্লিখিত বিষয়ে ইঞ্জিনিয়ারিং শাখার পাশাপাশি, টেকনোলজি, বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা ম্যানেজমেন্ট, এডুকেশন বিষয়গুলির মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের তরফে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর জন্য তাঁদের ৫০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ১৬ জুন। আরও তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.nitttrkol.ac.in)-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন