SSC MTS Recruitment 2025

দশম উত্তীর্ণেরা পাবেন সরকারি চাকরির সুযোগ, কবে পরীক্ষা? কী জানাল এসএসসি?

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) সর্বভারতীয় স্তরে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে কর্মী নিয়োগের পরীক্ষা নেবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৪:১৮
The Staff Selection Commission (SSC) has published a recruitment notice for the post of Multi-Tasking Staff and Havildar.

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-এর তরফে মাল্টি-টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে কর্মী নিয়োগ-পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত।

প্রায় এক হাজারের বেশি শূন্যপদে দশম উত্তীর্ণদের নিয়োগ করা হবে। এর জন্য তাঁদের একটি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-এর তরফে মাল্টি-টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে কর্মী নিয়োগের সেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদ ১০৭৫।

Advertisement

১ অগস্ট, ২০২৫-এর মধ্যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরা মাল্টি-টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে চাকরির সুযোগ পাবেন। মাল্টি-টাস্কিং স্টাফ পদে ১৮ থেকে ২৫ বছর এবং হাবিলদার পদে ১৮ থেকে ২৭ বছর বয়সিরা পরীক্ষা দিতে পারবেন।

পরীক্ষায় উত্তীর্ণরা হাবিলদার পদে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এবং সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্সে চাকরির সুযোগ পাবেন। ২০ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যের একাধিক কেন্দ্রে এই পরীক্ষা হতে চলেছে। হিন্দি, বাংলা-সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবেন। তবে লিখিত পরীক্ষার পাশাপাশি, ফিজ়িক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও প্রার্থীদের দিতে হবে।

আবেদনমূল্য ১০০ টাকা। ওই ফি ২৫ জুলাই পর্যন্ত অনলাইনে জমা দেওয়ার সুযোগ থাকছে। পূরণ করা ফর্মের ত্রুটি সংশোধনের জন্য ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পোর্টাল চালু থাকবে। তবে, এর জন্য ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত কারেকশন চার্জ দিতে হতে পারে।

আগ্রহীরা এসএসসি-র ওয়েবসাইট (ssc.gov.in) কিংবা ‘মাইএসএসসি’ শীর্ষক মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন। অনলাইনে আবেদনের শেষ দিন ২৪ জুলাই।

Advertisement
আরও পড়ুন