WB Medical Jobs 2025

রাজ্যের ক্যানসার হাসপাতালে অভিজ্ঞ পরামর্শদাতা প্রয়োজন, আবেদন করবেন কী ভাবে?

প্যাথোলজি বিভাগে ‘পার্ট টাইম সিনিয়র কনসালট্যান্ট’ পদে কর্মী নিয়োগ করবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:২০
Chittaranjan National Cancer Institute.

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ কর্মখালি। ওই সংস্থার প্যাথোলজি বিভাগে ‘পার্ট টাইম সিনিয়র কনসালট্যান্ট’ পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

উল্লিখিত পদে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্যাথোলজি বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। প্রার্থীদের হিস্টোপ্যাথোলজি, হেমাটোলজি নিয়ে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট এক বছরের চুক্তিতে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ টাকা। নিযুক্তের কর্মস্থল হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর হাজরা ক্যাম্পাসের হসপিটাল ইউনিট।

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ আবেদন ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত গ্রহণ করবেন। এর সঙ্গে ২০০ টাকার ডিমান্ড ড্রাফ্‌টও জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন