CNCI Recruitment 2025

মেডিক্যাল শাখার বিশেষজ্ঞদের খুঁজছে কলকাতার ক্যানসার হাসপাতাল, কোন বিভাগে রয়েছে যোগদানের সুযোগ?

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর হসপিটাল ইউনিট-এ স্পেশ্যালিস্ট এবং নার্সিং সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১০:৫৪
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি হাসপাতালে চাকরির সুযোগ। হাসপাতালে স্পেশ্যালিস্ট এবং নার্সিং সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মী প্রয়োজন। উল্লিখিত পদে কাজের জন্য ১৮ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর হসপিটাল ইউনিট-এ উল্লিখিত পদে কর্মী প্রয়োজন। মেডিক্যাল অনকোলজি, মাইক্রোবায়োলজি, রেডিয়েশন অনকোলজি, রেডিয়োথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, অ্যানাস্থেশিয়োলজি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, রেডিয়ো ডায়গনোসিস বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, এমন ব্যক্তিরা স্পেশ্যালিস্ট পদে চাকরির সুযোগ পাবেন।

স্পেশ্যালিস্ট পদে নিযুক্তদের উল্লিখিত বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি), ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি), ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) ডিগ্রি থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে তিন থেকে ন’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নার্সিং সুপারিন্টেন্ডেন্ট-দের নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং ন্যূনতম ১৫ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

স্পেশ্যালিস্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। নার্সিং সুপারিন্টেন্ডেন্ট-দের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। স্থায়ী পদে তাঁদের কাজ করতে হবে। বেতন হিসাবে ৬৭,৭০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

ইন্টারভিউ নেওয়া হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের রাজারহাট ক্যাম্পাসে। ১৭ ডিসেম্বর সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউ শুরু হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের বিষয়ে আরও জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঠানো যাবে।

Advertisement
আরও পড়ুন