CSIR Recruitment 2025

ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজিতে কর্মখালি, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

সায়েন্টিস্ট পদে ১১ জনকে নিয়োগ করা হবে। উল্লিখিত পদে নিযুক্তদের জন্য ১,২০,০০০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২০:২৯
Institute of Himalayan Bioresource Technology.

ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজি। ছবি: সংগৃহীত।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি। ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজিতে সায়েন্টিস্ট পদে কাজ করতে হবে। মোট ১১টি পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

প্লান্ট বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ভায়রোলজি, প্লান্ট প্যাথোলজি, বিজ়নেস ডেভেলপমেন্ট, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজ়নেস ইকোনমিক্স, বিজ়নেস ম্যানেজমেন্ট, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, বায়োপ্রসেসিং ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্সেস, নলেজ ম্যানেজমেন্ট, ইনফরমেশন সায়েন্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তবে উল্লিখিত পদে পূর্বে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তদের সপ্তম পে কমিশন নির্ধারিত নিয়মমাফিক প্রতি মাসে ১,২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও বিশদ তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। অনলাইনে একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত আনুষঙ্গিক নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৪ মার্চ। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন