Jhargram Festival

শুরু হল ঝাড়গ্রাম উৎসব, উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় জমেছে জেলার বহু জায়গায়

উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় জমেছে জেলার বহু জায়গায়। জেলার সমস্ত হোমস্টে, অতিথিনিবাস এবং হোটেল প্রায় ভর্তি হয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০১:৫১
ঝাড়গ্রাম উৎসবের পদযাত্রায় বনমন্ত্রী বিরবাহা হাঁসদা।

ঝাড়গ্রাম উৎসবের পদযাত্রায় বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। নিজস্ব চিত্র ।

মঙ্গলবার থেকে শুরু হল ঝাড়গ্রাম উৎসব। এ বার দ্বিতীয় বর্ষ। জেলার কুমুদকুমারী ইনস্টিটিউশন প্রাঙ্গণ ও হিন্দু মিশন মাঠে আয়োজিত হয়েছে এই উৎসব। মঙ্গলবার সকালে বণার্ঢ্য পদাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়।

Advertisement

উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় জমেছে জেলার বহু জায়গায়। জেলার সমস্ত হোমস্টে, অতিথিনিবাস এবং হোটেল প্রায় ভর্তি হয়ে গিয়েছে। পর্যটকদের কথা মাথায় রেখে গুরুত্ব দেওয়া হয়েছে জঙ্গলমহলের লোকসংস্কৃতিকে। উৎসবকে কেন্দ্র করে মেলারও আয়োজন করেছে ঝাড়গ্রাম উৎসব কমিটি। যার সভাপতি বনমন্ত্রী বিরবাহা হাঁসদা এবং সহ-সভাপতি বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা।

মেলা প্রাঙ্গনে থাকছে বহু স্টল। যেখানে পর্যটকদের জন্য থাকছে জেলার ঐতিহ্য এবং সংস্কৃতির সম্ভার। এ ছাড়াও থাকছে মাংসপিঠে, ডুমো পিঠের মতো আঞ্চলিক খাবারের স্টল।

উৎসবক কেন্দ্র করে থাকছে বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা। থাকছে বিজ্ঞান, কৃষি এবং পুষ্প প্রদর্শনীশালা যা উৎসবে আলাদা মাত্রা এনে দেবে। মেলা প্রাঙ্গনে থাকছে ‘মেডিক্যাল ক্যাম্প’, যেখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা বা গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করাতে পারবেন মেলায় আগত সকলে।

ঝাড়গ্রাম উৎসব কমিটির সম্পাদক উজ্জ্বল পাত্র বলেন, “বড়দিনের সময় ঝাড়গ্রাম উৎসব মেতে ওঠে অরণ্য শহর। পর্যটকের ঢল নামে। পর্যটকদের কাছে এই উৎসব বাড়তি পাওনা।”

Advertisement
আরও পড়ুন