Stenographer Govt Jobs 2025

জুনিয়র স্টেনোগ্রাফার পদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল সিএসআইআর অধীনস্থ সংস্থা

প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা এবং প্রফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৩:১৬
সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট।

Central Electrochemical Research Institute. ছবি: সংগৃহীত।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ সংস্থায় কর্মখালি। ওই সংস্থায় জুনিয়র স্টেনোগ্রাফার পদে কর্মী প্রয়োজন। সিএসআইআর-এর অধীনস্থ সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র স্টেনোগ্রাফার হিসাবে মোট দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের স্টেনোগ্রাফিতে দক্ষ থাকা প্রয়োজন। অনূর্ধ্ব ২৭ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা এবং প্রফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ১৯ এবং ২০ জুলাই ওই পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতনক্রমে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। অনলাইনে আবেদনের জন্য আলাদা করে ৫০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.cecri.res.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র তৈরি করে তা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৩ জুলাই। সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের কড়াইকুড়ির দফতরে পরীক্ষা দিতে হবে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন