দামোদর ভ্যালি কর্পোরেশন। ছবি: সংগৃহীত।
দামোদর ভ্যালি কর্পোরেশন-এ কর্মখালি। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে দু’বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
এক্সপার্ট নেওয়া হবে। ডোমেন অথবা ইন্ডাস্ট্রি বিভাগের জন্য এই নিয়োগ। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রুরাল ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান অথবা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকা চাই। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। তাই সংশ্লিষ্ট বিভাগে অন্তত ৩০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ডিভিসি-র ওয়েবসাইটে (https://www.dvc.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ জানুয়ারি ২০২৬। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিভিসি-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।