WB Health Recruitment 2025

এমবিবিএস ডিগ্রি রয়েছে! রামপুরহাট স্বাস্থ্যজেলায় যোগদানের সুযোগ, কী ভাবে করতে হবে আবেদন?

রামপুরহাট স্বাস্থ্যজেলা অভিজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করবে। তাঁদের কাজের অভিজ্ঞতার নিরিখে বিভিন্ন বিভাগে মেডিক্যাল অফিসার পদে বেছে নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৬:৫৮

প্রতিনিধিত্বমূলক চিত্র।

চিকিৎসকদের বিশেষজ্ঞ পদে নিয়োগ করা হবে। রামপুরহাট জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই বিভাগের অধীনে ১৩জনকে নিয়োগ করা হবে।

Advertisement

২১ থেকে ৬৭ বছর বয়সিরা উল্লিখিত পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি এবং চিকিৎসক পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তদের প্রতি দিন ৩,০০০ টাকা থেকে শুরু করে ৬০,০০০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

চিকিৎসকদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কিংবা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল-এ নাম নথিভুক্ত থাকা আবশ্যক। নিযুক্তদের রামপুরহাট পুরসভা-সহ বিভিন্ন বিভাগে পোস্টিং হতে চলেছে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের মেধা, অভিজ্ঞতার নিরিখে নিয়োগ করা হবে। এর জন্য তাঁদের অনলাইনে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য ১০০ টাকা। আবেদন ১৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন