Akashvani Recruitment 2025

সাংবাদিকতায় উচ্চশিক্ষিতরা পাবেন আকাশবাণীতে সুযোগ, কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে?

আকাশবাণীর নিউজ় সার্ভিস ডিভিশনের ১৪টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের সংবাদ সম্প্রচার বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৮:৩৯
Staff will be recruited in the News Service Division of Akashvani.

আকাশবাণীর নিউজ় সার্ভিস ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক

আকাশবাণীতে চাকরির সুযোগ। প্রসার ভারতীর তরফে নয়া দিল্লির দফতরে ১৪টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১০৭।

Advertisement

কোন কোন পদে চাকরি?

রিপোর্টার, নিউজ় রিডার-কাম-ট্রান্সলেটর, নিউজ় রিডার, গেস্ট কো-অর্ডিনেটর, এডিটোরিয়াল এগজ়িকিউটিভস, কপি এডিটর এবং অ্যাসিস্ট্যান্ট অডিয়ো-ভিস্যুয়াল এডিটর পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়স এবং বেতন:

  • নিযুক্তদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • উল্লিখিত পদে নিযুক্তেরা প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

কারা আবেদন করবেন?

সংবাদপত্র, সংবাদমাধ্যম, টিভি বা রেডিয়ো চ্যানেলে সংবাদ সম্পাদনার কাজে অন্তত দু’বছরের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আবেদনকারীদের হিন্দি, ইংরেজি, উর্দু ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের গণজ্ঞাপন এবং সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

তবে, রিপোর্টার বিভাগের ক্ষেত্রে ক্রীড়া, আইন, ব্যবসা-বাণিজ্য নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

অন্য শর্তাবলি:

  • নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে।
  • লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
  • নয়া দিল্লির আকাশবাণীর দফতরে কর্মস্থল হতে চলেছে।

আবেদন করবেন কী ভাবে?

প্রসারভারতীর ওয়েবসাইট (avedan.prasarbharati.org) মারফত আবেদনপত্র গ্রহণ করা হবে। অনলাইন মাধ্যম ছাড়া অন্য কোনও ভাবেই আবেদন পাঠানো যাবে না। ৩ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন।

Advertisement
আরও পড়ুন