EMRS Recruitment 2025

একলব্য মডেল স্কুলগুলিতে সাত হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী প্রয়োজন, আবেদনের শেষ দিন কবে?

পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন কাঠামো হবে ন্যূনতম ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা অথবা, সর্বাধিক ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস-এর (নেস্টস) অধীনস্থ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস)-এ বিপুল সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন রাজ্যের একলব্য মডেল স্কুলে তাঁদের কাজের সুযোগ মিলবে। প্রান্তিক অঞ্চলের জনজাতি পড়ুয়াদের জন্য এই স্কুলগুলিতে নিয়োগ হবে ইএমআরএস স্টাফ সিলেকশন এগজ়ামিনেশন-এর (ইএসএসই) মাধ্যমে।

Advertisement

চলতি বছরে নিয়োগ পরীক্ষার মাধ্যমে স্কুলগুলিতে মোট ৭,২৬৭ জন কাজের সুযোগ পাবেন। যে সমস্ত পদমর্যাদায় নিয়োগ হবে, সেগুলি হল— প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স, ট্রেনড গ্র্যাজুয়েট টিচার্স, মহিলা স্টাফ নার্স, হস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট।

শিক্ষক পদে নিযুক্তদের ইংরেজি, হিন্দি, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ইতিহাস, ভূগোল, রসায়ন, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স-এর মতো নানা বিষয় পড়াতে হবে।

প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি আলাদা, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন কাঠামো হবে ন্যূনতম ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা।

শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে নিয়োগ হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। দেশের বিভিন্ন রাজ্যের পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হবে।

আগ্রহীরা নেস্টস-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের সমস্ত পদে আবেদন জানাতে জমা দিতে হবে ৫০০ টাকা, আবেদনমূল্য হিসাবে। অন্য দিকে, পদ অনুযায়ী, অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্যের পরিমাণ ১,৫০০ থেকে শুরু করে ২,৫০০ টাকা। আগামী ২৩ অক্টোবর আবেদনের শেষ দিন। এ সংক্রান্ত সমস্ত শর্তাবলি জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

Advertisement
আরও পড়ুন