DPL Recruitment 2025

ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন? দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড রয়েছে কাজের সুযোগ

ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের তাপবিদ্যুৎ কেন্দ্রে জেনারেল ম্যানেজার কিংবা সমতুল পদে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৬:০৯
দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড।

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকার অধীনস্থ দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের টেকনিক্যাল বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

এগজ়িকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ একটি। ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের তাপবিদ্যুৎ কেন্দ্রে জেনারেল ম্যানেজার কিংবা সমতুল পদে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। সব মিলিয়ে মোট ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।

এগজ়িকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্তকে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বিভাগের দায়িত্বও পালন করতে হবে। আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। এ ক্ষেত্রে সরকারি কিংবা সরকার-পোষিত সংস্থায় কর্মরত ব্যক্তিদের আবেদনের জন্য আলাদা করে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে ১ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ২ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে। তাঁর কাজের মেয়াদ প্রাথমিক ভাবে তিন বছরের জন্য বহাল থাকবে। তবে, কাজের উৎকর্ষের নিরিখে ওই মেয়াদ পরিবর্তনশীল।

আবেদন কী ভাবে?

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ওয়েবসাইটে (dpl.net.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ওয়েবসাইটটি দেখুন।

Advertisement
আরও পড়ুন