WB Govt Job Recruitment 2025

পূর্ব মেদিনীপুর জেলায় মেডিক্যাল টেকনোলজিস্ট প্রয়োজন, কোন যোগ্যতা থাকলে করা যাবে আবেদন?

বিভিন্ন ব্লকে কাজ করতে হবে। সপ্তাহে সর্বোচ্চ ছ’দিন কাজের দায়িত্ব পালন করতে হবে তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পূর্ব মেদিনীপুর জেলায় কাজের সুযোগ। জেলার চিফ মেডিক্যাল অফিসারের কার্যালয়ের তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

জেলায় নিয়োগ হবে মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) পদে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। জেলার বিভিন্ন ব্লকে কাজ করতে হবে। সপ্তাহে সর্বোচ্চ ছ’দিন কাজের দায়িত্ব পালন করতে হবে তাঁদের। প্রতিটি ক্যাম্পে প্রতি চক্ষু পরীক্ষার জন্য ১০০০ টাকা বেতন দেওয়া হবে নিযুক্তদের।

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের মেডিক্যাল টেকনোলজি (অপ্টোমেট্রি)-তে স্নাতক যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া অন্য যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। এর পর তাঁদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আগামী ৬ থেকে ১৪ জানুয়ারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। সময় সকাল ১১টা থেকে বিকেল ৪টে। এর মধ্যে প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে।

Advertisement
আরও পড়ুন