IISWBM Recruitment 2025

কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মীর খোঁজ, বেতন কাঠামো কেমন হবে?

সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)-এর ম্যানেজমেন্ট হাউসে উচ্চপদে কর্মী প্রয়োজন। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে।

Advertisement

শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (অ্যাকাডেমিক্স) নিয়োগ করা হবে। তাঁর বেতন কাঠামো হবে মাসে ৫৭,৭০০ থেকে১,৮২,৪০০ টাকা। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও দেওয়া হবে।

প্রশাসনিক এই পদে প্রথমে তিন বছরের চুক্তিতে নিয়োগ হবে। এর মধ্যে প্রথম বছর তাঁকে ‘প্রোবেশন’-এ রাখা হবে। তিন বছর পর নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠানের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে স্থায়ী ভাবে নিয়োগ করা যায় কি না।

সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতকোত্তরের পাশাপাশি এমবিএ থাকতে হবে। প্রয়োজন ছ’বছরের পেশাগত অভিজ্ঞতাও।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ৮ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আরও পড়ুন