NSOU Admission 2025

জামাকাপড়ের নকশা থেকে প্রাক্‌-প্রাথমিকে শিক্ষকতা, নানা বিষয়ের পাঠ দেবে এনএসওইউ

বিষয় অনুযায়ী, কোর্স ফি-র পরিমাণ ৭,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৭২,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৩
NSOU

এনএসওইউ। ছবি: সংগৃহীত।

রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ) থেকে একাধিক বৃত্তিমূলক বিষয় পড়ার সুযোগ। সমস্ত বিষয়ে স্বল্পমেয়াদি কোর্স করানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। নির্ধারিত ক্লাসের পাশাপাশি হাতেকলমেও পাঠ দেওয়া হবে সমস্ত বিষয়ের।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ়ের তরফে পড়ানো হবে নানা বিষয়। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট স্কুল থেকে ব্লেন্ডেড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামের অধীনে কোর্সগুলি করানো হবে। নানা বিষয়ের মধ্যে রয়েছে ‘প্রি-প্রাইমারি এডুকেশন-মন্টেসরি’, ‘হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট’, ‘নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং’, ‘অ্যাপ্লায়েড যোগ অ্যান্ড নেচারোপ্যাথি’, ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট’, ‘টেলরিং অ্যান্ড ড্রেস ডিজ়াইনিং এবং ‘ভিস্যুয়াল আর্টস’। উল্লিখিত বিষয়গুলিতে ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে।

কোর্সগুলি চলবে এক বা দু’বছর ধরে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেন্টারে পড়ানো হবে বিষয়গুলি। কিছু বিষয় পড়ার জন্য আবেদন করতে পারবেন দশম বা দ্বাদশোত্তীর্ণেরা। কোনও কোনও ক্ষেত্রে স্নাতক যোগ্যতা থাকতে হবে। বিষয় অনুযায়ী, কোর্স ফি-র পরিমাণ ৭,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৭২,০০০ টাকা।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। অনলাইনে জমা দিতে হবে ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

Advertisement
আরও পড়ুন