EIL Recruitment 2025

ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে কর্মীর খোঁজ, নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা-সহ দেশের অন্যান্য শহর

নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৯,০০০ থেকে ১,২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৫
EIL

ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)-এ কাজের সুযোগ। নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কর্মস্থল হবে দেশের বিভিন্ন শহরে। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ইঞ্জিনিয়ার এবং জুনিয়র সেক্রেটারি পদে। শূন্যপদের সংখ্যা ১৯। সংশ্লিষ্ট পদমর্যাদায় নিযুক্তদের সংস্থার কেমিক্যাল (প্রসেস), প্রজেক্টস (মেকানিক্যাল/ সিভিল/ মেটালার্জি), ইলেকট্রিক্যাল, কনস্ট্রাকশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং সেক্রেটারিয়াল সার্ভিসেস বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, নয়া দিল্লি, গুরুগ্রাম, চেন্নাই, মুম্বই-সহ অন্য শহরে।

প্রার্থীদের বয়স সর্বাধিক ২৮ বা ৪০ বছরের মধ্যে হলেই বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৯,০০০ থেকে ১,২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০,০০০ থেকে২,৪০,০০০ টাকা।

ডেপুটি ম্যানেজার (কনস্ট্রাকশন-সিভিল) পদের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং)-এ ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। প্রয়োজন চার বছরের পেশাগত অভিজ্ঞতাও জরুরি। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৫ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর সমস্ত পদে স্কিল টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন