TMC vs BJP

মঞ্চে কুকথা! বিজেপি বিধায়ক স্বপনের ‘মুখের ভাষা’ নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল, বিতর্কের মাঝে মুখ খুলল পদ্মশিবিরও

এক দলীয় সভায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বক্তব্যের ৩৪ সেকেন্ডের ভিডিয়ো প্রকাশ্যে এনেছে তৃণমূল। প্রশ্ন তুলেছে বনগাঁ দক্ষিণের বিধায়কের মুখের ভাষা নিয়েও। বিতর্কের মাঝে মুখ খুলেছে বিজেপিও। আনন্দবাজার ডট কম যদিও সেই ভিডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৫:৫৬
বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। —ফাইল চিত্র।

সভামঞ্চে বক্তৃতার মাঝে মেজাজ হারালেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিরক্ত হয়ে এক যুবকের উদ্দেশে কুকথা বলতেও শোনা যায় বিধায়ককে। ওই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছে তৃণমূল (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। প্রশ্ন তুলেছে পদ্মশিবিরের জনপ্রতিনিধির ‘মুখের ভাষা’ নিয়ে। দলীয় বিধায়কের নামে এমন ভিডিয়ো ছড়িয়ে পড়ায় অস্বস্তিতে প়ড়েছে বিজেপিও। তাদের দাবি, বিজেপি কুকথার রাজনীতিতে বিশ্বাসী নয়। তবে ‘তৃণমূলের অত্যাচারের জেরে’ কেউ কেউ মেজাজ হারিয়ে ফেলেন।

Advertisement

তৃণমূলের সমাজমাধ্যম পাতায় ওই ঘটনার ৩৪ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি সভায় বক্তৃতা করছেন স্বপন। হঠাৎই এক যুবককে মঞ্চের পাশ থেকে বলতে শোনা যায়, “কোনও ভয় পাই না।” তখন বিধায়কও প্রশ্ন করেন, “কে তুমি! কে ডেকেছে তোমাকে? ভয় পাও না, তুমি তৃণমূল করো?” মঞ্চের পাশ থেকে ঈষৎ হাসতে হাসতে উত্তর আসে, “না, না, না, না। আমার ভয় পাওয়ার কোনও ব্যাপারই নেই।” এর পরই বিরক্ত হয়ে স্বপন বলেন, “যা এখান থেকে।” তার পরে আবার কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তৃতা শুরু করেন। ওই সময়েই ওই যুবকের প্রসঙ্গে কুকথা বলতে শোনা যায়। ‘চ্যালাকাঠ দিয়ে পিটাব’ এমন কথাও বলতে শোনা যায়।

তবে এই ঘটনার আগে বা পরে কী ঘটেছে, তা স্পষ্ট নয়। কেন যুবকের হঠাৎ মঞ্চের পাশে আগমন হল, কোন প্রেক্ষিতে তিনি বললেন, কোনও ভয় পান না— তা-ও স্পষ্ট নয়। এই ৩৪ সেকেন্ডের ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে তৃণমূল লিখেছে, “এটা একজন জনপ্রতিনিধির মুখের ভাষা? তবে দলটা যদি বিজেপি হয়, তা হলে এগুলোই স্বাভাবিক!”

বিজেপিকে বিঁধে তৃণমূল আরও লেখে, “সভামঞ্চে দাঁড়িয়ে এক যুবককে যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, তা শুনলে কানে আঙুল দেওয়া ছাড়া উপায় নেই। ভাবুন, প্রকাশ্য মঞ্চে দলের বক্তব্য রাখতে গিয়ে বিজেপির শাগরেদরা এ সব ভাষা মুখে আনছেন। এই বহিরাগতরা পুরোপুরি জন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।”

তৃণমূল এই ভিডিয়োটি পোস্ট করার পরে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। পরে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষের সঙ্গে। তিনি বলেন, “বিজেপি মারধর বা হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপি কুকথার রাজনীতিতে বিশ্বাস করে না। অনেক ক্ষেত্রে তৃণমূলের অবর্ণনীয় অত্যাচারের জেরে কেউ কেউ মেজাজ হারিয়ে ফেলেন। কেউ হয়তো আত্মরক্ষার্থে হিংসার আশ্রয় নিতে বাধ্য হন। কিন্তু বিজেপি দল হিসাবে এমন কোনও কাজ বা কথার আশ্রয় নেবে না, যাতে সাধারণ মানুষের খারাপ লাগে। স্বপন মজুমদার কী বলেছেন, কেন বলেছেন, আমি জানি না। তবে বিজেপি অমার্জিত ভাষায় কথা বলার পক্ষে নয়।’’

Advertisement
আরও পড়ুন