Enarul Sheikh Arrest

আন্তঃরাজ্য মাদকচক্রের মূল পাণ্ডা পাকড়াও কলকাতার এন্টালিতে! কুখ্যাত এনারুলের সঙ্গে ধৃত কাকাও

উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং তা সারা দেশে পাচার করার যে বিশাল চক্র চলে, তার অন্যতম মাথা মালদহের বাসিন্দা এনারুল। মঙ্গলবার মালদহ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, মাদক কারবার করে হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছেন অভিযুক্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:০৬
কাকা-ভাইপো গ্রেফতার: এনারুল শেখ এবং শওকত শেখকে পাকড়াও করেছে মালদহ জেলা পুলিশ।

কাকা-ভাইপো গ্রেফতার: এনারুল শেখ এবং শওকত শেখকে পাকড়াও করেছে মালদহ জেলা পুলিশ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দীর্ঘ দিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন আন্তঃরাজ্য মাদক চক্রের পাণ্ডা এনারুল শেখ। মালদহ জেলা পুলিশ সূত্রে খবর, কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার পাকড়াও করা হয়েছে কুখ্যাত ওই অপরাধীকে।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার মালদহ পুলিশের বিশেষ দল অভিযান চালিয়েছিল এন্টালিতে। কলকাতা পুলিশের সহায়তা পায় তারা। টানা তল্লাশির পরে হাতেনাতে ধরা হয়েছে এনারুলকে।

উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং তা সারা দেশে পাচার করার যে বিশাল চক্র চলে, তার অন্যতম মাথা মালদহের বাসিন্দা এনারুল। মঙ্গলবার মালদহ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, মাদক কারবার করে হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছেন অভিযুক্ত। অনেক দিন ধরেই তাঁর খোঁজ চলছিল। অবশেষে সাফল্য পেল পুলিশ। কারণ, শুধু এনারুলই নয়, তাঁর সঙ্গেই গ্রেফতার হয়েছেন কাকা ভবলু ওরফে শওকত শেখ। পুলিশের দাবি, এনারুল, ভবলুদের সৌজন্যে মণিপুর, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের নানা জায়গা থেকে মাদক তৈরির কাঁচামাল আনা হত পশ্চিমবঙ্গে। মালদহের কালিয়াচকে বেশ কয়েক জন যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির প্রক্রিয়া শিখিয়েছিলেন এনারুল। ওই ব্রাউন সুগার তার পর বিভিন্ন এজেন্টের মাধ্যমে রাজ্যে রাজ্যে পাচার হত। বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যে সক্রিয় এনারুলের দলবল। কালিয়াচক এলাকায় একাধিক ‘গ্যাং ওয়ার’-এ এনারুলের দলবলের নাম জড়ায়।

সম্প্রতি মাদক কারবারের অর্থ নির্মাণশিল্পে বিনিয়োগ করেছেন মাদক কারবারি। মঙ্গলবারই মালদহ জেলা আদালতে হাজির করানো হচ্ছে অভিযুক্তকে। ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে বিচারককে।

এনারুলের গ্রেফতারি রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য বলে দাবি পুলিশের। একই সঙ্গে অভিযুক্তদের বাংলাদেশ-যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গেও এনারুলের যোগ রয়েছে। তাঁরা কারা, কী ভাবে এনারুলের সঙ্গে ‘বন্ধুত্ব’ হয়, সে সবই খতিয়ে দেখা হবে জানিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন