GKCIET Recruitment 2025

মালদহের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কর্মীর খোঁজ, কোন পদে যোগ্যতার কোন শর্ত স্থির করা হয়েছে?

উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৯:১১
GKCIET

জিকেসিআইইটি। ছবি: সংগৃহীত।

মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-এ কর্মখালি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথা জানানো হয়েছে। দু’টি পদমর্যাদায় নিয়োগ হবে। এ জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ইঞ্জিনিয়ারিং) এবং ড্রাইভার পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। নিয়োগের পর দু’বছর কর্মীদের ‘প্রোবেশন’-এ রাখা হবে। উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমায় ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ড্রাইভার পদে ষষ্ঠ এবং চতুর্থ বেতনক্রম মেনে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

প্রতিটি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার আলাদা মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানা যাবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে প্রথমে আবেদন জানাতে হবে। এর পর আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে। আবেদন মূল্য বাবদ সংরক্ষিতদের ৫০০ টাকা এবং অসংরক্ষিতদের ১,৫০০ টাকা জমা দিতে হবে। মহিলা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকবে ছাড়। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন