Kalyani University Recruitment 2025

ফিল্ড অ্যাসিস্ট্যান্ট খুঁজছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, আবেদনের জন্য স্থির হয়েছে কোন শর্ত?

প্রকল্পটি কেন্দ্রের মৎসচাষ, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফিশারিজ় ডেভেলপমেন্ট বোর্ড-এর অর্থপুষ্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:৫৩
Kalyani University

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কেন্দ্রের অর্থ সহায়তায় গবেষণার কাজ সম্পন্ন হবে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রকল্পের কাজে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের আগে থেকে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ইকোলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘ডেভেলপিং নেচার বেসড সলিউশন ফর সাস্টেনেবেল ইন্টিগ্রেটেড অ্যাকুয়াফার্মিং ফর সার্কুলার বায়ো-ইকোনমি’। এটি কেন্দ্রের মৎসচাষ, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফিশারিজ় ডেভেলপমেন্ট বোর্ড-এর অর্থপুষ্ট।

প্রকল্পটিতে একজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। তাঁকে প্রতি মাসে সাম্মানিক বাবদ ১৫,০০০ টাকা দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য কোনও বয়সসীমা রাখা হয়নি। তবে তাঁদের বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকের পর ফার্মিং প্র্যাকটিস নিয়ে ফিল্ডে কাজ করার ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও বেশ কিছু বিষয়ে স্নাতকোত্তর থাকলে এই পদে আবেদন করা যাবে, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

আগ্রহীদের এ জন্য আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউয়ের জন্য সেখানে প্রার্থীদের নিজেদের জীবনপঞ্জি-সহ বাকি নথি নিয়ে সকাল ১১টার মধ্যে উপস্থিত হতে হবে।

Advertisement
আরও পড়ুন