SSC ER Selection post 2025

সাব এডিটর-সহ ২০০-র বেশি পদে কর্মখালি, রাজ্যেই চাকরির সুযোগ দেবে স্টাফ সিলেকশন কমিশন

কেন্দ্রীয় মন্ত্রক এবং মন্ত্রক অধীনস্থ সংস্থাগুলির একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৪:৫১
SSC Selection Post Recruitment 2025.

প্রতীকী চিত্র।

বাংলা ভাষায় সাব এডিটর প্রয়োজন। তাঁকে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কলকাতার দফতরে নিয়োগ করা হবে। স্টাফ সিলেকশন কমিশন এমন ২০৮টি শূন্যপদের জন্য কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)-র আয়োজন করেছে। সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত বিষয়ে বিশদ তথ্য জানিয়েছে।

Advertisement

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যের সরকারি দফতরে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলির তালিকা নীচে দেওয়া হল।

১. অ্যাসিস্ট্যান্ট আর্কাইভিস্ট

২. আপার ডিভিশন ক্লার্ক

৩. অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ড্যান্ট

৪. লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট

৫. অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ড্যান্ট

৬. জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট

৭. পাবলিক হেলথ নার্স

৮. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

৯. ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

১০. ফার্ম অ্যাসিস্ট্যান্ট

১১. জুনিয়র জ়ুলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট

১২. অফিস অ্যাসিস্ট্যান্ট

১৩. ফিল্ড অ্যাটেন্ড্যান্ট

১৪. জুনিয়র মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট

১৫. সাব এডিটর (তামিল, ইংরেজি, হিন্দি, বাংলা)

১৬. রিসার্চ অ্যাসোসিয়েট

১৭. প্রুফ রিডার

১৮. সিনিয়র প্রিজ়ারভেশন অ্যাসিস্ট্যান্ট

১৯. ফোটোগ্রাফার

২০. ক্যান্টিন অ্যাটেন্ড্যান্ট

২১. ক্লার্ক

২২. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

২৩. রেডিয়োগ্রাফার

২৪. জুনিয়র কম্পাউটার

২৫. অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট

২৬. ফিল্ডম্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, রাঁধুনি-সহ আরও বেশ কিছু পদ

দশম থেকে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা উল্লিখিত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করতে পারবেন। এ ছাড়াও কিছু কিছু পদের ক্ষেত্রে বিজ্ঞান, কলা, বাণিজ্য শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন এবং পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

আবেদনকারীদের ১৮ থেকে ৪২ বছর বয়সি হতে হবে। নিযুক্তদের ১৯,৯০০ -৬৩,২০০ টাকা থেকে ৪৪,৯০০০ - ১,১২,৪০০ টাকা বেতনক্রমে বেতন বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবরের বিভিন্ন সরকারি এবং কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ কার্যালয়ে নিযুক্তদের কাজ করতে হবে।

অনলাইনে আগ্রহীরা ২৩ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনমূল্য ১০০ টাকা। ত্রুটি সংশোধনের জন্য ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের শর্তাবলি সম্পর্কে আরও জানতে এসএসসি-র ওয়েবসাইটে (ssc.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন