HAL Apprenticeship Recruitment 2025

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড-এ শিক্ষানবিশ প্রয়োজন, আবেদন করতে পারবেন কোন শর্তে?

নিযুক্তদের প্রতিষ্ঠানের অমেঠির কোরওয়া কমপ্লেক্সে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৬:৪২
Hindustan Aeronautics Limited.

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা দিচ্ছে কাজ শেখার সুযোগ। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের তরফে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্তদের অমেঠির কোরওয়া কমপ্লেক্সে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। ডাকযোগে বাছাই করা প্রার্থীরা যোগদানের চিঠি পাবেন। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, সিভিল এবং ইনফরমেশন টেকনোলজি, হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাণিজ্য, ইংরেজি বিষয়ে স্নাতক হয়েছেন, নার্সিং-এ জিএনএম কোর্স করেছেন এবং মর্ডান অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস বিষয়ে দু’বছরের ডিপ্লোমা কোর্স করেছেন, এমন ব্যক্তিদেরও শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে।

৩১ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও থাকা আবশ্যক। আবেদন ডাকযোগে গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীদের নাম ২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে জানিয়ে দেবে সংস্থা।

Advertisement
আরও পড়ুন