Apprenticeship Jobs 2025

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের ১৯৫টি পদে শিক্ষানবিশ প্রয়োজন

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে যাঁরা উল্লিখিত ট্রেডে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৫:১০
Hindustan Aeronautics Limited.

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ শেখার সুযোগ। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের তরফে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্তদের প্রতিষ্ঠানের হায়দরাবাদের ডিপার্টমেন্ট অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজ করতে হবে।

Advertisement

ফিটার, টার্নার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, পেন্টার, ডিজেল মেকানিক-সহ মোট ১৪টি বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে যাঁরা উল্লিখিত বিষয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন।

অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী, প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে ভাতা দেওয়া হবে। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ চলবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

২৬ মে থেকে ২৮ মে পর্যন্ত হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের হায়দরাবাদের দফতরে ইন্টারভিউ নেওয়া হবে। সেই সময় প্রার্থীদের কাছে ‘অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া’য় নাম নথিভুক্তকরণের শংসাপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও থাকা আবশ্যক। এই বিষয়ে সঠিক তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন