Presidency University Jobs 2025

জীববিদ্যায় উচ্চ শিক্ষা লাভ করেছেন? নিয়োগ করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। সাম্মানিক হিসাবে বরাদ্দ হয়েছে ৩৮,৪৪০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৭:২৮
Presidency University.

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

জীববিদ্যা নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন? গবেষণার কাজের অভিজ্ঞতা রয়েছে? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এমন প্রার্থীকে গবেষণার কাজ করার সুযোগ দেবে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে এক জনকে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

Advertisement

এই কাজের জন্য জীববিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তবে, যাঁরা উল্লিখিত বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স-মাস্টার অফ সায়েন্স (বিএস-এমএস) ডুয়াল ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত ব্যক্তিকে কেন্দ্র সরকারের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (সাবেক এসইআরবি)-র অর্থপুষ্ট প্রকল্পে কাজ কাজ করতে হবে।

২০২৭-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে। সাম্মানিক হিসাবে প্রতি মাসে ৩৮,৪৪০ টাকা বরাদ্দ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। বাছাই করা ব্যক্তি পিএইচডি করার সুযোগও পাবেন।

১৮ মার্চ হবে ইন্টারভিউ। ওই দিন জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি সঙ্গে রাখা বাঞ্ছনীয়। বেলা ১১টার আগে প্রার্থীদের পৌঁছে যেতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন