IFSCA Grade A Recruitment 2025

গ্রেড ‘এ’ অফিসার হতে চান! দিতে হবে পরীক্ষা, শর্ত জানাল আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র

আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রের তরফে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রেড ‘এ’ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৯
Vacancy at the International Financial Services Centers Authority.

আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রে কর্মখালি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রে কর্মখালি। সংস্থার তরফে গ্রেড ‘এ’ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, মোট ২০ জনকে ওই পদে নিয়োগ করা হবে।

Advertisement

জেনারেল, লিগ্যাল এবং ইনফরমেশন টেকনোলজি— মোট তিনটি বিভাগের অধীনে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে।

রাশিবিজ্ঞান, অর্থনীতি, বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা জেনারেল বিভাগের অধীনে আবেদনের সুযোগ পাবেন।

লিগ্যাল-এর ক্ষেত্রে আইনে স্নাতক এবং ইনফরমেশন টেকনোলজি-র ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকেরা আবেদন করতে পারবেন।

অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ ক্ষেত্রে পর পর দু’বার পরীক্ষায় বসতে হবে তাঁদের। উত্তীর্ণেরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।

কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি, গুয়াহাটি, জোরহাট-সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক কেন্দ্রে প্রথম পর্ব এবং কলকাতা, পটনা, গুয়াহাটি এবং ভুবনেশ্বর-সহ ২৮টি কেন্দ্রে দ্বিতীয় পর্বের পরীক্ষাটি নেওয়া হবে। আবেদনের জন্য ১,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র-এর ওয়েবসাইট (ifsca.gov.in) থেকে অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৫ সেপ্টেম্বর।

Advertisement
আরও পড়ুন