প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ দেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।
উদ্ভিদবিদ্যা, বায়োটেকনোলজি, প্লান্ট বায়োটেকনোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই কাজটি করার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও স্নাতকোত্তর স্তরে প্রার্থীদের ৫৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকতে হবে।
মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তের প্লান্ট টিস্যু কালচার, প্লান্ট ট্রান্সফরমেশন, প্লান্ট বায়োটেকনোলজি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তবে, তার আগে ই-মেল মারফত আগ্রহীরা আবেদন পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ২৬ ডিসেম্বর। ইন্টারভিউ ২৯ ডিসেম্বর হতে চলেছে।