IBPS Clerk 2025 vacancies

ব্যাঙ্কের কর্মী ঘাটতি মেটাতে শূন্যপদ বাড়াল আইবিপিএস, পশ্চিমবঙ্গেও বাড়ল সুযোগ

চলতি বছরে আইবিপিএস-এর ক্লার্ক পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত ৪ এবং ৫ অক্টোবর। শীঘ্রই প্রকাশিত হবে পরীক্ষার ফল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৫১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চলতি বছর ক্লার্ক পদে নিয়োগের জন্য শূন্যপদের সংখ্যা বাড়াল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)। দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে একাধিক কর্মী প্রয়োজন, এ জন্যই সংস্থার তরফে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আইবিপিএস।

Advertisement

পূর্ব ঘোষণা অনুযায়ী, চলতি বছরে আইবিপিএস-এর নিয়োগ পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১০,২৭৭টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ করার কথা ছিল। সেখানে আরও ৩,২০০ শূন্যপদ যোগ করা হল। ফলে মোট শূন্যপদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩,৫৩৩। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে শূন্যপদ ঘোষণার পর একটি রিভিউ মিটিং করা হয়। সেখানেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত হয়।

মূলত উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলিতে শূন্যপদের সংখ্যা বেড়েছে। পশ্চিমবঙ্গে প্রথমে শূন্যপদের সংখ্যা ছিল ৫৪০। এখন তা বেড়ে হয়েছে ৯৯২। উত্তরপ্রদেশে শূন্যপদ ১,৩১৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২,৩৪৬। বিহারে এই সংখ্যা ৩০৮ থেকে বেড়ে ৭৪৮ হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে আইবিপিএস-এর ক্লার্ক পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত ৪ এবং ৫ অক্টোবর। শীঘ্রই প্রকাশিত হবে পরীক্ষার ফল। এই পরীক্ষায় উত্তীর্ণেরা মূল পরীক্ষা দিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন