Young Professional Recruitment 2026

তরুণ পেশাদার চাইছে রাষ্ট্রায়ত্ত গবেষণাগার, ব্যারাকপুরের দফতরে মিলবে সুযোগ

সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট-এর তরফে তরুন পেশাদার (ইয়ং প্রফেশনাল) প্রয়োজন। তাঁদের সংস্থার ব্যারাকপুরের দফতরে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১২:৫৭
সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট।

সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

মৎস্যবিজ্ঞান কিংবা প্রাণিবিদ্যা বিষয়ে পড়াশোনা করে থাকলে তরুণ পেশাদার হিসাবে আবেদন করার সুযোগ মিলতে পারে। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এর ব্যারাকপুরের দফতরে সুযোগ পেতে পারেন প্রার্থীরা। সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের তরফে তাঁদের ইয়ং প্রফেশনাল হিসাবে নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।

Advertisement

পূর্ব কলকাতার বিভিন্ন জলাধার এবং জলাভূমিতে মাছের উৎপাদন, রোগ সংক্রমণ এবং বিশেষ প্রজাতির মাছ, ঔষধি গাছের ফলন নিয়ে গবেষণার কাজ করা হচ্ছে। এ সমস্ত প্রকল্পে ইয়ং প্রফেশনাল হিসাবে নিযুক্তদের কাজ করতে হবে। তাই মৎস্যবিজ্ঞান কিংবা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা আবশ্যক। তবে, মাইক্রোবায়োলজি বিষয়ে উচ্চশিক্ষিতেরাও উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট কাজে নিযুক্তদের প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে তাঁদের কাজ চলবে। তাঁর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নিযুক্তদের ব্যারাকপুরের সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতে হবে।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১২ জানুয়ারি। আগামী ১৬ জানুয়ারি বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ব্যারাকপুরের দফতরে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (cifri.res.in) গিয়ে দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন