ICAR Recruitment 2025

বিশেষ প্রজাতির বাঁধাকপি নিয়ে চলছে গবেষণা, গবেষক হিসাবে সুযোগ পাবেন কারা?

কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে গবেষণার কাজ চলছে। ওই প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজের সুযোগ পেতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৮:৪৫
There are job opportunities in special research projects at the National Institute for Plant Biotechnology.

ন্যাশনাল ইনস্টিটিউট ফর প্লান্ট বায়োটেকনোলজির বিশেষ গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত।

জঙ্গলের পরিবেশে বেড়ে ওঠা এক বিশেষ প্রজাতির বাঁধাকপি নিয়ে গবেষণার কাজ করছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর প্লান্ট বায়োটেকনোলজি। অনেকটা ফুলের মতো দেখতে ওই বাঁধাকপির সংরক্ষণ, বৈশিষ্ট্য সংক্রান্ত বিষয় সন্ধানের কাজে কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফে আর্থিক অনুদানও দেওয়া হচ্ছে। ওই প্রকল্পেই গবেষক হিসাবে কাজের সুযোগ পেতে পারেন স্নাতকেরা।

Advertisement

বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজিতে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওই প্রকল্পে কাজের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের উদ্ভিদ সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।

সংশ্লিষ্ট কাজের জন্য নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তিনি উল্লিখিত পদে ৯ ফেব্রুয়ারি, ২০২৮ পর্যন্ত চুক্তিতে কাজ করতে পারবেন। কাজ করতে আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

ই-মেল মারফত আগ্রহীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। এর জন্য তাঁদের ২৪ জুলাইয়ের মধ্যে সমস্ত নথি জমা দিতে হবে। কী কী নথি পাঠানো প্রয়োজন, সেই সম্পর্কে জানতে মূল বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট (iari.res.in) থেকে দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন