আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
আইআইটি খড়্গপুর অধীনস্থ আইন প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হবে। এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। একইসঙ্গে জানানো হয়েছে, নিযুক্তকে প্রতিষ্ঠানের প্রশাসনিক পদের দায়িত্বও সামলাতে হবে। চাকরিপ্রার্থীরা অনলাইনেই তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
প্রতিষ্ঠানের রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল-এর জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে প্রফেসর অ্যান্ড ডিন পদে। শূন্যপদ একটি। তাঁর বেতন কাঠামো হবে মাসে ১,৫৯,১০০ থেকে ২,২০,২০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। থাকতে হবে পিএইচডি। পাশাপাশি, কর্পোরেট ল, ফ্যামিলি ল, টেকনিক্যাল ল, ইন্টারন্যাশনাল ল, ইন্ডাস্ট্রিয়াল ল, ইন্টেলেকচুয়াল প্রপার্ট রাইটস অ্যান্ড ল, গভর্নমেন্ট কন্ট্র্যাক্ট ফরমেশন ল’তে স্পেশ্যালাইজ়েশন থাকা জরুরি। এ ছাড়া প্রয়োজন, ১০ বছর শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতাও।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। আগামী ১৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।