Apprenticeship Recruitment 2025

৪০০-র বেশি স্নাতক শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান অয়েল, কী ভাবে করা যাবে আবেদন?

ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন শাখার একাধিক বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৮:০২
Indian Oil Corporation Limited.

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

কাজ শেখার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ওই সংস্থার তরফে স্নাতকদের শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। বাছাই করা প্রার্থীরা ট্রেড এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের প্রশিক্ষণ নিতে পারবেন। মোট আসন সংখ্যা ৪৭৫।

Advertisement

কোন ট্রেডে চলবে প্রশিক্ষণ?

  • ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, মেকানিস্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে যাঁরা ওই ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) শংসাপত্র অর্জন করেছেন, তাঁরা সংশ্লিষ্ট প্রশিক্ষণটি নিতে পারবেন।
  • এ ছাড়াও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ চলবে। এই ক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, সিভিল, ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা প্রশিক্ষণ নিতে পারবেন।
  • একই সঙ্গে বাণিজ্য, কলা, বিজ্ঞান, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

বয়স:

১৮ বছর থেকে ২৪ বছর বয়সিদের শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের মেয়াদ:

মোট এক বছরের চুক্তিতে তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার বিভিন্ন এলাকার দফতরে প্রশিক্ষণ চলবে।

ভাতা:

প্রশিক্ষণের সময় অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী, তাঁদের প্রতি মাসে ভাতা বরাদ্দ করা হবে। প্রশিক্ষণের জন্য তাঁদের ফিটনেসও যাচাই করে নেওয়া হবে।

কী ভাবে যোগ্যতা যাচাই?

স্নাতক বা ট্রেডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে শিক্ষানবিশির জন্য প্রার্থীদের বাছাই করা হবে। এর জন্য তাঁদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের প্রি-এনগেজমেন্ট মেডিক্যাল ফিটনেস টেস্টেও পাশ করা প্রয়োজন।

আবেদনের শর্তাবলি:

  • অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ নিতে আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।
  • এ ছাড়াও টেকনিশিয়ান এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে (ন্যাটস) নাম নথিভুক্ত করতে হবে।
  • পোর্টাল মারফত আবেদনের শেষ দিন ৫ সেপ্টেম্বর।
Advertisement
আরও পড়ুন