Bangladesh Situation

অফিসার-কর্মীদের ফেরানোর ভাবনা আপাতত নেই দিল্লির

প্রসঙ্গত দু'দিন আগেই নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ় হামিদুল্লাকে ডেকে পাঠিয়ে বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনগুলির নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে নয়াদিল্লি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৮

—প্রতীকী চিত্র।

বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে সরব প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্য দিকে, সে দেশের অন্তর্বর্তিকালীন সরকারের সঙ্গে ভারতীয় দূতাবাস, কূটনৈতিক অফিসার ও কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে যোগাযোগে থাকলেও এই পরিস্থিতিতে সরকারি ভাবে মুখ খুলতে চাইছে না ভারত। সতর্ক থাকা হচ্ছে যাতে কোনও মন্তব্যে সে দেশে সংখ্যালঘুদের উপর পীড়ন না বাড়ে বা আগুন না ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত দু'দিন আগেই নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ় হামিদুল্লাকে ডেকে পাঠিয়ে বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনগুলির নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রের খবর, এখনও পর্যন্ত সে দেশ থেকে অফিসার-কর্মীদের ফিরিয়ে আনার আপাতত কোনও পরিকল্পনা নেই। সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে তাঁদের নির্দেশ দেওয়া হলেও জানা গিয়েছে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া গিয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে। এর আগে বিবৃতি দিয়ে ভারতের বক্তব্য, ‘বাংলাদেশে কূটনৈতিক মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ সরকার এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে’। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং ঢাকায় ভারতীয় মিশনকে ঘিরে চরমপন্থী তৎপরতা নিয়ে ভারতের ‘গভীর উদ্বেগ’ হাইকমিশনারকে জানানো হয়েছে।

এ দিকে, দীপু চন্দ্র দাসের নির্মম হত্যার কথা উল্লেখ্য করে কংগ্রেসের লোকসভার সাংসদ নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষায় ঢাকার সঙ্গে কূটনৈতিক আলোচনা করুক দিল্লি৷ ধর্ম, জাত বা পরিচয়ের ভিত্তিতে বৈষম্য ও সহিংসতা, মানবতার বিরুদ্ধে অপরাধ, লিখেছেন তিনি৷ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পরে বাংলাদেশে অশান্তির নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তাঁর কথায়,“এই ধরনের জনতার শাসন প্রতিষ্ঠা করা উচিত নয়।সংসদীয় স্থায়ী কমিটিও বলেছে যে, আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই এবং সেখানে শান্তি বজায় রাখা উচিত।” তারুর আরও বলেন, “ফেব্রুয়ারিতে সেখানে (বাংলাদেশ) নির্বাচন হতে চলেছে। আমরা চাই সেখানে গণতন্ত্র ফিরে আসুক, কিন্তু সেখানে পরিস্থিতি যে ভাবে চলছে তা খুবই উদ্বেগজনক। এমন পরিস্থিতি দু’দেশের জন্যই খারাপ; আমরা সেখানে শান্তি চাই।”

এক্স-হ্যান্ডলে কংগ্রেস সাংসদ আরও লিখেছেন, ‘বাংলাদেশ জুড়ে চলা জনতার শাসন মর্মান্তিক ঘটনা। অপরাধীদের হাতে এক দরিদ্র হিন্দু ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি, নিন্দা জানানোরজন্য বাংলাদেশ সরকারের প্রতিআমি কৃতজ্ঞ’।

আরও পড়ুন