RRB NTPC Recruitment 2025

রেলে টিকিট সুপারভাইজার-সহ একাধিক বিভাগে কর্মী প্রয়োজন, আবেদন করতে পারবে স্নাতকেরা

অনলাইনে ২১ অক্টোবর থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৮ থেকে ৩৩ বছর বয়সিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৩:৫৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (এনটিপিসি) বিভাগের একাধিক পদে কর্মখালি। ভারতীয় রেলের তরফে সংশ্লিষ্ট পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ থেকে ৩৩ বছর বয়সি ব্যক্তিদের ওই পদে নিয়োগ করা হবে। ৫০০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে। তবে মহিলা, সংরক্ষিত আসনের প্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট পদে মোট ৫,৮১০টি শূন্যপদ রয়েছে।

Advertisement

টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা চাকরির করার সুযোগ পাবেন। তবে, যাঁরা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে আবেদন করবেন তাঁদের কম্পিউটারের ব্যবহার এবং হিন্দি, ইংরেজি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।

নিযুক্ত ব্যক্তিরা কলকাতা, মালদহ, ভুবনেশ্বর, অজমেঢ়, চেন্নাই, গুয়াহাটি, জম্মু-শ্রীনগর-সহ দেশের একাধিক শহরে কাজের সুযোগ পাবেন। তবে নিয়োগের আগে প্রার্থীদের বিভিন্ন ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভ্যারিফিকেশন এবং মেডিক্যাল এক্‌জ়ামিনেশন-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আগ্রহীদের অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের পোর্টাল ২১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। তবে, আবেদনে কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে কিংবা আবেদনপত্রে কোনও ত্রুটি সংশোধনের জন্য ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জেনে নিতে ভারতীয় রেলের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন