কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কল্যাণী বিশ্ববিদ্যালয় দিচ্ছে শিক্ষকতার সুযোগ। অধ্যাপক-সহ শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, মোট ২৩টি পদে কর্মী নিয়োগ করা হবে।
কোন কোন বিভাগে হবে নিয়োগ?
সমাজবিদ্যা, রাশিবিজ্ঞান, প্রাণিবিদ্যা বিভাগে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে।
কারা আবেদন করবেন?
সমাজবিদ্যা, রাশিবিজ্ঞান, প্রাণিবিদ্যা বিষয়ে পিএইচডি করেছেন, এমন প্রার্থীদের ওই পদে নিয়োগ করা হবে। তাঁদের ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে তাঁদের সোশিয়োলজিক্যাল থিয়োরি, বায়োস্ট্যাটিস্টিক্স, ডেটা অ্যানালিটিক্স, সেল অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি, ফিশ অ্যান্ড ফিশারি বিষয়ে স্পেশ্যালাইজ়েশন থাকতে হবে।
বেতন ও বয়স:
প্রফেসর পদে নিযুক্তদের ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে। অ্যাসোসিয়েট প্রফেসররা ১,৩১,৪০০ থেকে ২,১৭,১০০ টাকা বেতনক্রমে প্রতি মাসের মাইনে পাবেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা প্রতি মাসের বেতন হিসাবে দেওয়া হবে।
উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
অন্য শর্ত: