SSC Recruitment Case

রাষ্ট্রপতির ঘরে পৌঁছে গেল ‘যোগ্য’দের চিঠি, বিরোধী দলের নেতাদের কাছেও আর্জি শিক্ষকদের

সর্বভারতীয় স্তরের রাজনৈতিক দলের নেতাদের চিঠি পাঠিয়ে সমর্থনের আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৫:১৫
Letters from \\\\\\\'untainted\\\\\\\' teachers reach President\\\\\\\'s office.

রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে ‘যোগ্য’রা চিঠি লিখেছেন। নিজস্ব চিত্র।

সুপ্রিম কোর্টের রায়ে প্যানেল বাতিল হয়েছে। এর জেরে প্রায় ২৬ হাজার শিক্ষকের বর্তমান পরিচয় ‘চাকরিহারা’। রাজ্য সরকার তাঁদের সঙ্গে বঞ্চনা করেছে, এমন অভিযোগ জানিয়েই বিচারের আশায় রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছেন ‘যোগ্য’ শিক্ষকেরা। একই সঙ্গে সর্বভারতীয় স্তরের রাজনৈতিক দলের নেতাদের চিঠি পাঠিয়েছেন চাকরিহারাদের প্রতিনিধিরা। উদ্দেশ্য, আন্দোলনের পক্ষে রাজনৈতিক সমর্থন আদায় করা।

Advertisement

মঙ্গলবার সর্বভারতীয় স্তরের নেতৃত্বের সমর্থন আদায় করতে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা বিভিন্ন দলের দফতরে গিয়ে চিঠি জমা দেন। আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস জানিয়েছেন, জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলিকে চাকরিহারাদের সঙ্গে হওয়া বঞ্চনার কথা জানানো হয়েছে। একই সঙ্গে বিরোধী দলের নেতৃত্বকেও চিঠি পাঠিয়েছেন শিক্ষকেরা।

Letters of 'untainted' teachers.

‘যোগ্য’ শিক্ষকদের চিঠি। নিজস্ব চিত্র।

অন্য দিকে, রাষ্ট্রপতির কাছে রাজ্যের বিভিন্ন ডাকঘর থেকে ‘যোগ্য’ শিক্ষকের তরফে এই চিঠি পাঠানো কাজ শুরু হয়েছে। চিঠিতে চাকরিহারারা শাস্তি থেকে মুক্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা এ-ও জানিয়েছেন, যদি বিচার করা সম্ভব না হয়, তা হলে যেন তাঁদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হয়।

একই সঙ্গে, ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর তরফে এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী ১২ জুন, বৃহস্পতিবার সল্টলেক থেকে স্কুল সার্ভিস কমিশনের দফতর পর্যন্ত কয়েক দফার দাবি নিয়ে মিছিল করবেন শিক্ষকেরা। তার মধ্যে রয়েছে এসএসসি’র জারি করা ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা, রায় পুনর্বিবেচনার আর্জির (রিভিউ পিটিশন) দাবিও। উল্লেখ্য, রিভিউ পিটিশনের আগে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য ফর্ম ফিলআপ করতে চান না, এমনটাও জানিয়েছেন চাকরিহারারা।

Advertisement
আরও পড়ুন