NCERT Recruitment 2025

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের চাকরির সুযোগ, নিয়োগ হবে সরকারি দফতরে

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৭:০৪
National Council of Educational Research and Training.

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।

লাইব্রেরি সায়েন্সে স্নাতক, কিংবা ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, এমন ব্যক্তিরা সরকারি দফতরে চাকরির সুযোগ পেতে পারেন। সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পদে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-তে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট সংস্থার দ্য সেল ফর ন্যাশনাল সেন্টার ফর লিটারেসি-র গবেষণা প্রকল্পে কাজের জন্য ওই পদে কর্মী প্রয়োজন।

Advertisement

উল্লিখিত পদে একজনকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বিভাগে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা এবং লাইব্রেরি সফটওয়্যার নিয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক।

নিযুক্তের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তবে, কোনও অবসরপ্রাপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করলে, সে ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। তাঁকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে এনসিইআরটি। ২২ জুলাই সংস্থার দিল্লির দফতরে ইন্টারভিউয়ের জন্য আগ্রহীদের উপস্থিত থাকতে হবে। ওই দিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট (ncert.nic.in) থেকে দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন