Govt Jobs for Graduates 2026

নাবার্ড-এ খোঁজ চলছে স্নাতকদের, কোন বিভাগে মিলতে পারে যোগদানের সুযোগ?

ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড) ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১২:৪৩
ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এ কর্মখালি।

ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এ কর্মখালি। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড) কর্মী নিয়োগ করবে। ওই সংস্থায় ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। সংশ্লিষ্ট পদে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। শূন্যপদ ১৫৯টি।

Advertisement

ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি) পদের জন্য ইংরেজি বা হিন্দি ভাষা ও সাহিত্যে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। দু’টি পদের ক্ষেত্রেই স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

প্রার্থীদের কম্পিউটারের কাজ জানা প্রয়োজন। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের লিখিত পরীক্ষা এবং ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট-এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবে নাবার্ড সংস্থা। পরীক্ষা দিতে আগ্রহীদের ৫৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের ২৩,১০০ টাকা প্রতি মাসের বেতন হিসাবে দেওয়া হবে। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট-দের (হিন্দি) জন্য বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে ৪৬,৫০০ টাকা। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩ ফেব্রুয়ারি।

Advertisement
আরও পড়ুন