উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। — ফাইল চিত্র।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফেসিলিটেটর হিসাবে ওই কেন্দ্রে কাজ করতে হবে। এ জন্য কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, ফরেস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। এ ছাড়াও কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কৃষি বিভাগের ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জানতে হবে জেলা স্তরে কৃষিকাজ সম্পর্কিত প্রশিক্ষণের কৌশল সম্পর্কেও।
নিযুক্তকে প্রতি মাসে ২২,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁকে এক বছর পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মালদহের কৃষি বিজ্ঞান কেন্দ্রে ‘ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলারস’ কোর্সের ক্লাসও তিনিই করাবেন।
আগ্রহীরা যোগ্যতা যাচাইয়ের জন্য সরাসরি ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন। এ জন্য তাঁদের বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর এক্সটেনশন এডুকেশন-এর অফিসে যেতে হবে। ৬ ফেব্রুয়ারি ইন্টারভিউ হতে চলেছে।