WB Teacher Recruitment 2026

শিক্ষকতার সুযোগ দেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিশেষ শর্তে যোগ দিতে পাবেন অভিজ্ঞ প্রার্থীরা

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দর্শন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজ়িক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগে শিক্ষকতার জন্য অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১১:৫৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অধ্যাপক এবং শিক্ষক নিয়োগ করবে কল্যাণী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে দর্শন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজ়িক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের জন্য প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে। শূন্যপদ ২০টি।

Advertisement

দর্শন, পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, ভূতত্ত্ব, হাইড্রোলজি, আর্থ সায়েন্সেস, বায়োকেমিস্ট্রি, ফিজ়িয়োলজি, মলিকিউলার বায়োলজি, মেডিক্যাল বায়োকেমিস্ট্রি, বায়োফিজ়িক্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে— এমন প্রার্থীরা ওই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, নিয়োগের ক্ষেত্রে পিএইচডি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য তাঁদের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতাও থাকা প্রয়োজন।

প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৫৭,৭০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা বেতন হিসাবে পাবেন।

অনলাইন পোর্টালের মাধ্যমে আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ৯ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন