আইসিএসআই। ছবি: সংগৃহীত।
দেশে কোম্পানি সেক্রেটারি (সিএস) কোর্সের প্রবেশিকা পরীক্ষা কোম্পানি সেক্রেটারি এগ্জ়িকিউটিভ এন্ট্রান্স টেস্ট (সিএসইইটি)। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই)। মঙ্গলবার দুপুরে চলতি বছরের জানুয়ারি পর্বের সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল তাদের তরফে।
গত ১০ এবং ১২ জানুয়ারি সিএসইইটি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে পরীক্ষার ফলাফলের পাশাপাশি মার্কশিটও প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা অনলাইনেই তাঁদের মার্কশিট দেখে ডাউনলোড করে নিতে পারবেন। তাঁদের কোনও হার্ডকপি দেওয়া হবে না।
প্রবেশিকায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের প্রতি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর এবং সার্বিক ভাবে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। জানুয়ারি পর্বের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের প্রবেশিকার নম্বর পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে না। তবে আগামী জুন মাসে যাঁরা পরীক্ষা দেবেন, তাঁরা এই সুবিধা পাবেন। জানুয়ারি পর্বে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা চাইলে জুন মাসের প্রবেশিকা দিতে পারবেন।
কী ভাবে মার্কশিট দেখবেন?
১। পরীক্ষার্থীদের icsi.edu ওয়েবসাইটে যেতে হবে।
২। সেখানে ‘সিএসইইটি রেজ়াল্ট জানুয়ারি ২০২৬’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। এর পর নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগ ইন করলেই স্ক্রিনে রেজ়াল্ট দেখা যাবে।
৪। পরীক্ষার্থীরা সেই রেজ়াল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারবেন।
উল্লেখ্য, বছরে চার বার সিএসইইটি প্রবেশিকার আয়োজন করে আইসিএসআই। পরবর্তী সিএসইইটি পরীক্ষা হবে ১ থেকে ৪ জুন পর্যন্ত। দেশের বিভিন্ন সেন্টারে পরীক্ষার আয়োজন করা হবে।