Vande Bharat Sleeper Express and Amrit Bharat Express

বন্দে ভারত ও অমৃত ভারত এক্সপ্রেসের টিকিট বাতিলের নিয়মে বদল! সাধারণ যাত্রীরা কবে থেকে চড়তে পারবেন

শনিবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিনই রাজ্যে তিনটি অমৃত ভারত এক্সপ্রেসেরও সূচনা হয়। রবিবার সূচনা হয় আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৯:০৮
Amrit Bharat Express and Vande Bharat Sleeper Express ticket cancellation rules changed

বন্দে ভারত স্লিপার ট্রেন। — ফাইল চিত্র।

বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেসে চড়ার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। আনুষ্ঠানিক ভাবে সূচনা হলেও সেগুলি এখনও সাধারণের জন্য চালু হয়নি। তবে তার আগেই সংশ্লিষ্ট ট্রেনগুলির টিকিট বাতিলের নিয়মের কথা মনে করিয়ে দিল ভারতীয় রেল। জানাল, যদি কোনও যাত্রী ট্রেন ছাড়ার আট ঘণ্টা বা তার কম সময়ে টিকিট বাতিল করেন, তবে কোনও টাকাই ফেরত পাওয়া যাবে না।

Advertisement

শনিবার এ রাজ্যের মালদহ থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিনই রাজ্যে তিনটি অমৃত ভারত এক্সপ্রেসেরও সূচনা করেন তিনি। নিউ জলপাইগুড়ি থেকে তিরুচিলাপল্লি যাওয়ার অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা হয় শনিবার। এ ছাড়াও, আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস, এনজেপি-নাগেরকোয়েল অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা হয় একই দিনে। রবিবার হাওড়া-আনন্দ বিহার, সাঁতরাগাছি-তামব্রম, এবং শিয়ালদহ-বারাণসী রুটে আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা হয়। তবে কোনও ট্রেনই এখনও সাধারণের জন্য চালু হয়নি। পশ্চিমবঙ্গের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তকে জুড়ে দেবে এই অমৃত ভারত এক্সপ্রেসগুলি।

শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে তিন দিন চলবে। বারাণসী থেকে রাত ১০টা ১০ মিনিটে মঙ্গল, শুক্র এবং রবিবার ছাড়বে। ২৩ জানুয়ারি থেকে চালু হবে এই অমৃত ভারত এক্সপ্রেসটি। আর শিয়ালদহ থেকে ছাড়বে প্রতি শনি, সোম এবং বুধবার। হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস মিলবে প্রতি শনিবার। আগামী বৃহস্পতিবার থেকে চালু হবে এই ট্রেন।

বন্দে ভারত এবং অমৃত ভারত এক্সপ্রেস সূচনার পরেই টিকিটের টাকা ফেরত নিয়ে নতুন নিয়মের কথা ঘোষণা করে রেল। জানানো হয়েছে, ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে যাত্রীরা ভাড়ার ২৫ শতাংশ কেটে ফেরত পাবেন। ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে টিকিটের টাকার ৫০ শতাংশ কাটা হবে। তবে ৮ ঘণ্টা বা তার কম সময়ে যদি যাত্রীরা টিকিট বাতিল করেন, তবে কোনও ভাড়া ফেরত পাবেন না। অন্য ট্রেনের ক্ষেত্রে নিয়মটা চার ঘণ্টা।

এই দুই ট্রেনে কোনও ‘জেনারেল টিকিট’ নেই। টিকিট যদি কনফার্ম না-হয় তবে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন না। শুধু তা-ই নয়, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের টিকিটে ‘কোটা’ নিয়মে পরিবর্তন রয়েছে। মন্ত্রী হোক বা সাংসদ কিংবা বিধায়ক— কোনও ‘ভিআইপি’ কোটা থাকছে না বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। ট্রেনে উঠতে গেলে সাধারণ যাত্রীদের মতোই টিকিট কেটেই উঠতে হবে সকলকে। তবে মহিলা, প্রবীণ, প্রতিবন্ধী বা ডিউটি পাস থাকছে অন্য এক্সপ্রেসের মতোই।

হাওড়া থেকে কামাখ্যার মধ্যে ছুটবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি। হাওড়া থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি ছুঁয়ে ট্রেনটি পৌঁছে যাবে গুয়াহাটি। আবার গুয়াহাটি থেকে একই রুটে ফিরবে হাওড়া। রেল সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি থেকে সাধারণের জন্য চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ২২ তারিখ কামাখ্যা থেকে ছাড়বে ট্রেনটি। আর ২৩ জানুয়ারি হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি চালু হবে।

Advertisement
আরও পড়ুন