SIR in West Bengal

এসআইআরের শুনানিতে নিষ্পত্তি হওয়া নথিতেও নজর! রাজ্যে নিয়োগ করা হল আরও ১৬ জন বিশেষ পর্যবেক্ষক

দিন কয়েক আগে রাজ্যে চার জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। তাঁরা হলেন শৈলেশ, রতন বিশ্বাস, সন্দীপ রাঠৌর এবং বিকাশ সিংহ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২১:১৩

— প্রতীকী চিত্র।

রাজ্যে আরও ১৬ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর খসড়া তালিকা নিয়ে যা অভিযোগ জমা পড়েছে, শুনানিতে নথি জমা পড়ছে, সেগুলি খতিয়ে দেখবেন এই বিশেষ পর্যবেক্ষকেরা। পাশাপাশি, শুনানির মাধ্যমে যে সব মামলার নিষ্পত্তি হচ্ছে, সেগুলিও দেখবেন পর্যবেক্ষকেরা। সঙ্গে থাকবেন মাইক্রো অবজার্ভারেরা।

Advertisement

কমিশন সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় কুমার রবিকান্ত সিংহ, রবি শনকার, দক্ষিণ ২৪ পরগনায় প্রসনা আর, নীরজকুমার বানসোর, মালদহে অলোক তিওয়ারি, পূর্ব বর্ধমানে কৃষ্ণকুমার নিরালা, কোচবিহারে পঙ্কজ যাদব, উত্তর দিনাজপুরে ভি কিরণ গোপাল, দক্ষিণ দিনাজপুরে রাঘব লাঙ্গার, মুর্শিদাবাদে গয়া প্রসাদ, নদিয়ায় পি বালা কিরণ, বীরভূমে ভেঙ্কটেশপতি এস, পশ্চিম বর্ধমানে শশাঙ্ক মিশ্র, পূর্ব মেদিনীপুরে হর্ষ মঙ্গলা, পশ্চিম মেদিনীপুরে দেবেশ দেবল, হুগলিতে আনন্দ মধুকরকে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নতুন পর্যবেক্ষকদের মধ্যে ১৪ জন কেন্দ্রীয় মন্ত্রকের যুগ্ম সচিব পদে রয়েছেন। রাঘব রয়েছেন সচিব পদে, আনন্দ রয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অতিরিক্ত ডিজি পদে।

দিন কয়েক আগে রাজ্যে চার জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। তাঁরা হলেন শৈলেশ, রতন বিশ্বাস, সন্দীপ রাঠৌর এবং বিকাশ সিংহ। তার আগে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক পদে বসানো হয়েছিল। এই পাঁচ বিশেষ পর্যবেক্ষক ছাড়াও রাজ্যে রয়েছেন ১২ জন এসআইআর পর্যবেক্ষক। বিভিন্ন জেলায় নিযুক্ত রয়েছেন তাঁরা। তা ছাড়া আও পাঁচ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যাঁরা রাজ্যের পাঁচ ডিভিশন— প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ এবং জলপাইগুড়ির এসআইআরের কাজ খতিয়ে দেখেন।

বিশেষ পর্যবেক্ষকদের কী দায়িত্ব পালন করতে হবে, তার উল্লেখ রয়েছে তাঁদের নিয়োগপত্রে। কমিশন সূত্রে খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকেই এসআইআরের কাজ পর্যবেক্ষণ করবেন তাঁরা। প্রয়োজনে রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে হতে পারে। কোনও যোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না-যায় তা দেখাই তাঁদের দায়িত্ব। শুধু তা-ই নয়, তাঁদের এ-ও নজরে রাখতে হবে, কোনও অবৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকায় থেকে না-যায়। এই সব বিষয় নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ পর্যবেক্ষকদের।

কমিশন বিশেষ পর্যবেক্ষকদের সতর্ক করে জানিয়েছে, তাঁরা দায়িত্বে থাকাকালীন নির্বাচনের সঙ্গে যুক্ত কোনও আধিকারিককে প্রশংসাপত্র দিতে পারবেন না। একান্তই যদি প্রশংসাপত্র দিতে হয় তবে সম্পূর্ণ কারণ উল্লেখ করে কমিশনকে প্রস্তাব পাঠাতে হবে।

Advertisement
আরও পড়ুন