Vande Bharat Sleeper Express

‘ভিআইপি’ কোটা থাকবে না বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে! রবিবার পশ্চিমবঙ্গ পেল আরও তিনটি অমৃত ভারত

বন্দে ভারত ছাড়াও অমৃত ভারত এক্সপ্রেসের সূচনাও হয়েছে শনি এবং রবিবার। মোট ছ’টি অমৃত ভারত এক্সপ্রেস পেয়েছে পশ্চিমবঙ্গ। রবিবার হুগলির সিঙ্গুর থেকে ভার্চুয়ালি তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২২:২৯
There will be no quota system for tickets on Vande Bharat Sleeper Express

বন্দে ভারত স্লিপার ট্রেন। —নিজস্ব চিত্র।

মন্ত্রী হোক বা সাংসদ কিংবা বিধায়ক— কোনও ‘ভিআইপি’ কোটা থাকছে না বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। ট্রেনে উঠতে গেলে সাধারণ মানুষের মতোই টিকিট কেটেই উঠতে হবে সকলকে। নিয়ম মেনেই নিশ্চিত হবে সেই সংরক্ষিত টিকিট! এমনই জানালেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ।

Advertisement

শনিবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সাধারণের জন্য কবে থেকে এই ট্রেন চালু হবে তা এখনও স্পষ্ট নয়। হাওড়া থেকে কামখ্যার মধ্যে ছুটবে এই প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি। হাওড়া থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি ছুঁয়ে ট্রেনটি পৌঁছে যাবে গুয়াহাটি। আবার গুয়াহাটি থেকে একই রুটে ফিরবে হাওড়া। উদ্বোধনের সময় মোদী তাঁর ভাষণে বলেছিলেন, ‘‘মা কালী আর মা কামাখ্যার ভূমিকে জুড়ছে এই বন্দে ভারত।’’

বন্দে ভারত ছাড়াও অমৃত ভারত এক্সপ্রেসের সূচনাও হয়েছে শনি এবং রবিবার। মোট ছ’টি অমৃত ভারত এক্সপ্রেস পেয়েছে পশ্চিমবঙ্গ। রবিবার হুগলির সিঙ্গুর থেকে ভার্চুয়ালি তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদী। সে তিন ট্রেন হাওড়া-আনন্দ বিহার, সাঁতরাগাছি-তামব্রম, এবং শিয়ালদহ-বেনারস রুটে চলাচল করবে। রবিবার সাঁতরাগাছি থেকে তামব্রমের উদ্দেশে রওনা দেয় অমৃত ভারত এক্সপ্রেসটি। সেই সময় সাঁতরাগাছি স্টেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী। সেখান থেকেই বন্দে ভারতে কোটা ব্যবস্থা না-থাকার কথা জানান তিনি।

সপ্তাহে ছ’দিন পাওয়া যাবে হাও়ড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। রেল জানিয়েছিল, হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। কামাখ্যা পৌঁছোবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে। আর কামাখ্যা থেকে তা ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। হাওড়া পৌঁছোবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে। হাওড়া এবং কামাখ্যার মধ্যে ১৩টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।

Advertisement
আরও পড়ুন