SIR Work in West Bengal

তালিকায় নাম তুলতে আবেদন ৯ লক্ষের, ১৩ ‘মৃত’ ভোটারের জন্য সওয়াল তৃণমূলের! আপত্তি জানানোর শেষ দিন সোমবার

গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়। ১৭ ডিসেম্বর থেকে কমিশন বিভিন্ন অভিযোগ এবং আবেদনের সুযোগ দিয়েছে। কেউ নাম তোলার জন্য আবেদন করছেন, আবার কেউ ফর্ম ৭ পূরণ করে নাম বাদ দেওয়ার কথা বলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২২:১১
9 lakh people have applied to get their names included in the voter list in West Bengal

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ঘোষণার সময়ই নির্বাচন কমিশন জানিয়েছিল, খসড়া তালিকা প্রকাশের পর ভোটারেরা আবেদন এবং আপত্তি জানাতে পারবেন। শুধু ভোটার নন, রাজনৈতিক দলগুলিরও সেই সুযোগ থাকবে। সেইমতো পশ্চিমবঙ্গে আবেদন এবং আপত্তি জানানোর শেষ তারিখ ১৯ ডিসেম্বর, অর্থাৎ সোমবার। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে পর্যন্ত আর কেউ নতুন ভাবে আবেদন বা অভিযোগ জানাতে পারবেন না।

Advertisement

গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়। ১৭ ডিসেম্বর থেকে কমিশন বিভিন্ন অভিযোগ এবং আবেদন জমা নিচ্ছে। কেউ নাম তোলার জন্য আবেদন করছেন, আবার কেউ ফর্ম-৭ পূরণ করে কারও নাম বাদ দেওয়ার কথা বলেছেন। দলীয় ভাবেও বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) মাধ্যমে রাজনৈতিক দলগুলিও একই আবেদন জানিয়েছে। সেই অভিযোগ, আবেদন নেওয়ার শেষ তারিখ আগে ছিল ১৫ জানুয়ারি। তবে কমিশন তা আরও চার দিন বাড়িয়ে দেয়। অভিযোগ-আবেদন নেওয়ার সময় শেষ হলেও শুনানি পর্ব চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কমিশন আগেই জানিয়েছিল, শুনানিতে যাঁদের ডাকা হচ্ছে, চাইলে তাঁরা প্রয়োজনীয় নথি অনলাইনে জমা করতে পারবেন। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সেই সুযোগ থাকছে ভোটারদের কাছে।

পরিসংখ্যান বলছে, খসড়া তালিকা প্রকাশের আগে পর্যন্ত নতুন ভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা পড়েছিল ৩ লক্ষ ৩১ হাজার ৭৫ জনের। আর গত এক মাসে অর্থাৎ, খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভাবে নাম তোলার জন্য আবেদন জমা পড়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৫৩ জনের। অর্থাৎ, মোট ৯ লক্ষ ১২৮ জন এখনও পর্যন্ত ভোটার তালিকায় নতুন ভাবে নাম তোলার আবেদন করেছেন।

শুধু তা-ই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কারও নাম বাদ দেওয়ার জন্য আবেদন করার সুযোগ ছিল। পরিসংখ্যান বলছে, খসড়া তালিকা প্রকাশের আগে ৫৬,৮৬৭ জনের নাম বাদ দেওয়ার জন্য আবেদন জমা পড়েছিল। খসড়া তালিকা প্রকাশের পর বাদ দেওয়ার আবেদন ছিল ৪১,৮৪৭। অর্থাৎ, বাদ দেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন জমা পড়েছে প্রায় এক লক্ষ।

দলীয় ভাবে তৃণমূল ১৩ জন ‘মৃত’ ভোটারের নাম তালিকায় তুলতে চেয়ে আবেদন করেছে। গত কয়েক দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর জনসভার মঞ্চে কয়েক জনকে তুলে দাবি করছেন, তাঁরা জীবিত। অথচ খসড়া তালিকায় তাঁদের ‘মৃত’ বলে দেখানো হয়েছে। প্রায় প্রতি বারই কমিশন অভিষেকের অভিযোগের ভিত্তিতে অবস্থান স্পষ্ট করেছে। কখনও ভুল স্বীকার করেছে, আবার কখনও সংশ্লিষ্ট বিএলও-দের থেকে জবাব তলব করেছে। মনে করা হচ্ছে, তেমনই ১৩ জন ‘মৃত’ ভোটারের নাম নতুন ভাবে তোলার জন্য আবেদন করেছে তৃণমূল। সেখানে বিজেপির মাত্র এক জনের জন্য আবেদন করেছে।

অন্য দিকে, নাম বাদ দেওয়ার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিজেপির তরফেই। কমিশন সূত্রে খবর, ৫৯১ জনের নাম বাদ দেওয়ার আবেদন করেছে পদ্মশিবির। সেই তুলনায় মাত্র ১৩ জনের নাম বাদ দিতে চেয়ে আবেদন করেছে তৃণমূল।

Advertisement
আরও পড়ুন