SIR

কেন ডাকা হয়েছে শুনানিতে? নোটিস পেতেই মহিলা বিএলও-র উপর চড়াও ‘মত্ত’ ভোটার, মারধরের অভিযোগ বারুইপুরে

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। আহত বিএলও-কে উদ্ধার করে তারা চিকিৎসার জন্য নিয়ে যায় বারুইপুর হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২৩:১০
Baruipur resident arrested for allegedly beating BLO over row over summons to SIR hearing

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন এসআইআরের শুনানিতে তাঁকে ডাকা হয়েছে? প্রশ্ন তুলে মহিলা বিএলও-কে মারধরের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগ, মত্ত অবস্থায় ওই ভোটার মহিলা বিএলও-কে হামলা করেন! ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের শঙ্করপুর-২ পঞ্চায়েতের দুর্গ এলাকায় এসআইআরের কাজের দায়িত্বে রয়েছেন বিএলও অনুপমা পাল। অভিযোগ, এসআইআরের কাজ করার সময় আচমকাই তাঁকে পিছন থেকে ধাক্কা মারেন আমিন নস্কর নামে এক স্থানীয়। বার বার প্রশ্ন করতে থাকেন, কেন তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। অভিযোগ, আচমকা হামলা তাল সামলাতে না-পেরে মাটিতে পড়ে যান অনুপমা। তখন তাঁকে মারধর করা হয়। স্থানীয়েরাই আমিনের কবল থেকে উদ্ধার করেন তাঁকে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। আহত বিএলও-কে উদ্ধার করে তারা চিকিৎসার জন্য নিয়ে যায় বারুইপুর হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। বিএলও-র পরিবারের দাবি, এই ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনুপমা। থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি আর এসআইআরের কাজ চালিয়ে যেতে পারবেন না। কাজ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করার কথাও ভাবছেন ওই বিএলও।

Advertisement
আরও পড়ুন