(বাঁ দিকে) চাপড়ার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের গাড়িতে বসানো হয়েছে অসুস্থ বৃদ্ধাকে (ডান দিকে) — নিজস্ব চিত্র।
নদিয়ার চাপড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধা। শনিবারের মতো এ বারেও কালবিলম্ব না করে বক্তৃতা থামিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অসুস্থ বৃদ্ধার বিশ্রামের জন্য খুলে দিলেন নিজের গা়ড়ির দরজা। চিকিৎসক আনিয়ে দ্রুত তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেন।
রবিবার দুপুরে চাপড়ায় তৃণমূলের রোড শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা। সে সময় হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে জনতাকে অভিবাদন জানাচ্ছিলেন অভিষেক। রাস্তায় তখন তিল ধারণেরও জায়গা নেই। ঠিক তখনই ভিড়ের চাপে ওই বৃদ্ধা হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন। বিষয়টি চোখে পড়ামাত্র বক্তৃতা থামিয়ে দেন অভিষেক। বৃদ্ধার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, ‘‘ওঁকে জল দাও। আমার জলের বোতলটা দাও। মুখে জল দাও। সবাই শান্ত থাকুন, একটু জায়গা করে দাও ভাইয়েরা। ওঁকে বার করে কোথাও বসানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। না থাকলে আমার গাড়ির ভিতরে বসাও।’’ শেষমেশ ওই বৃদ্ধাকে অভিষেকের গাড়িতেই বসানো হয়। কনভয়ে থাকা চিকিৎসককে আনিয়ে বৃদ্ধার প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিছু ক্ষণ বিশ্রামের পর খানিক সুস্থ বোধ করেন ওই বৃদ্ধা। ভাষণ শেষের মুখে আরও একবার তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন অভিষেক।
উপস্থিত জনতার অনেকেই গোটা ঘটনা মোবাইলবন্দি করেছেন। কেউ কেউ বলছেন, “নেতা তো অনেকেই হন, কিন্তু এমন ঘরের ছেলের মতো পাশে দাঁড়ানোর মানুষ ক’জন আছেন?” এই ঘটনার জেরে কিছু ক্ষণ রোড শো থমকে থাকলেও তা নিয়ে সমর্থকেরা কেউ বিরক্ত হননি। বরং প্রিয় নেতার এই ‘মানবিক মুখ’ দেখে রীতিমতো আপ্লুত কর্মী-সমর্থকেরা!
রাজনীতির ময়দানে আক্রমণাত্মক সেনাপতি হলেও এই নিয়ে পর পর দু’দিন জনসভায় নিজের মানবিক রূপ দেখালেন অভিষেক। শনিবারও মুর্শিদাবাদের বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এক ব্যক্তি। পরে জানা গিয়েছিল, তিনি হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। অভিষেকের বক্তৃতা চলাকালীন সভাস্থলেই মাথা ঘুরে পড়ে যান নিয়ামত। সে সময়েও বক্তৃতা থামিয়ে দ্রুত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন অভিষেক। উপস্থিত জনতার সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় অসুস্থ বিধায়ককে।