আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।
কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) গবেষক নিয়োগ করা হবে। জানা গিয়েছে, প্রতিষ্ঠানের একটি ইউনিটে গবেষণাধর্মী কাজে অস্থায়ী ভাবে কাজের সুযোগ মিলবে গবেষকদের। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের স্যাম্পলিং অ্যান্ড অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স ইউনিটে গবেষণার কাজ হবে। প্রকল্পটি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অধীনস্থ সংস্থা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমস ট্রেনিং অ্যাকাডেমি-র অর্থপুষ্ট।
প্রকল্পে পাঁচজন প্রজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে। তাঁদের আগামী ১ এপ্রিল থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রকল্পে কাজের দায়িত্ব সামলাতে হবে। তবে কর্মদক্ষতা এবং তহবিলের উপর নির্ভর করে কাজের মেয়াদ পড়ে বাড়ানো হতে পারে। এই সময়কালে তাঁদের পারিশ্রমিক হবে মাসে ৩০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। একই সঙ্গে তাঁদের রাশিবিজ্ঞানে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও অন্য বিষয়ে দক্ষতা থাকতে হবে, যা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল ওয়েবসাইট থেকে জানা যাবে।