WB Health Recruitment 2026

দার্জিলিঙের স্বাস্থ্য বিভাগে মেডিক্যাল বিশেষজ্ঞ প্রয়োজন, কারা পাবেন আবেদনের সুযোগ?

দার্জিলিং-এর চিফ মেডিক্যাল অফিসার অফ হেল্‌থ-এর অধীনে মেডিক্যাল অফিসার, নার্স, ফিজ়িয়োথেরাপিস্ট, নিউট্রিশনিস্ট-সহ ৩৬টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১০:৪৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দার্জিলিঙের স্বাস্থ্য বিভাগে কর্মখালি। জেলার আয়ুষ, ন্যাশনাল হেল্‌থ মিশনের মতো বিভিন্ন প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১২৬টি।

Advertisement

কোন কোন পদে কর্মী চাই?

অডিয়োলজিস্ট, ইনস্ট্রাকটর, কাউন্সেলর, ফিজ়িয়োথেরাপিস্ট, কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক নার্স, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, নিউট্রিশনিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল টেকনিশিয়ান, ডেন্টাল হাইজেনিস্ট, পাবলিক হেল্‌থ ম্যানেজার, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল অফিসার, ব্লক ডেটা ম্যানেজার, ব্লক এপিডেমিয়োলজিস্ট, অ্যাকাউন্ট্যান্ট, মাল্টিপারপাস ওয়ার্কার, যোগ প্রশিক্ষক, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।

কারা আবেদন করবেন?

মনোবিদ্যা, পুষ্টিবিদ্যা, এমবিবিএস, অপটমেট্রি, অডিয়োলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, স্পিচ অ্যান্ড হিয়ারিং, স্পেশ্যাল এডুকেশন, হেল্‌থ এডুকেশন, ফিজ়িয়োথেরাপি, নার্সিং বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন। এ ছাড়াও ফার্মাসি, ডেন্টাল টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা প্রাপ্তেরাও যোগদান করতে পারবেন।

পারিশ্রমিক:

নিযুক্তেরা প্রতি মাসে ১৮ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

যোগ্যতা যাচাই:

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আবেদনের শর্তাবলী:

২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পাঠানো যাবে। আবেদনের জন্য আলাদা করে ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের দিনক্ষণ দার্জিলিঙের প্রশাসনিক ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন