NCSM Recruitment 2026

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ অভিজ্ঞ বিজ্ঞানী প্রয়োজন, কী কাজ করতে হবে?

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস ‘ড. সরোজ ঘোষ চেয়ার’-এ অভিজ্ঞ এবং অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর খোঁজ করছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৩:০৩
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস। — ফাইল চিত্র।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ (এনসিএসএম) অভিজ্ঞ এবং অবসরপ্রাপ্ত বিজ্ঞানীদের কাজের সুযোগ। তাঁদের বিজ্ঞান চর্চা সংক্রান্ত বিষয়ে নবীনদের উৎসাহ দেওয়ার কাজ করতে হবে। এ ছাড়াও সায়েন্স মিউজ়িয়াম এবং সেন্টারগুলিতে তরুণ পেশাদারদের প্রশিক্ষণও দেবেন তাঁরা।

Advertisement

এনসিএসএম-এর প্রতিষ্ঠাতা প্রয়াত সরোজ ঘোষকে সম্মান জানিয়ে বিশেষ চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছে। নিযুক্তদের ওই বিভাগের অধীনেই কাজ করতে হবে। যাঁরা সরকারি মিউজ়িয়াম কিংবা সায়েন্স সেন্টারে সায়েন্টিস্ট, টেকনোলজিস্ট, সায়েন্স কমিউনিকেটর, এডুকেশনিস্ট হিসাবে কাজ করেছেন, এবং বর্তমানে অবসরগ্রহণ করেছেন— তাঁরা এনসিএসএম-এ যোগদানের সুযোগ পেতে পারেন। প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

ওই পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে ১ লক্ষ টাকা সাম্মানিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। এর পর ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। এ জন্য আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

চিঠির মাধ্যমে আবেদন লিখে ওই কাজে যোগদানের কারণ জানাতে হবে। পাশাপাশি, কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দশটি প্রকাশিত গবেষণাপত্র, বিশেষ প্রকল্পের বিশদ তথ্যও আবেদনপত্রের সঙ্গে পাঠানো আবশ্যক। আবেদনের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি।

Advertisement
আরও পড়ুন