Working While Studying Tips 2026

পড়াশোনার পাশাপাশি চাকরি করলে বিপদ হতে পারে বিদেশে! কোন কোন বিষয়ে নজর রাখতে হবে?

বিদেশে পড়াশোনার খরচ চালানোর জন্য কোনও কোনও ক্ষেত্রে স্কলারশিপের টাকা যথেষ্ট নয়। সে ক্ষেত্রে পড়ুয়াদের আলাদা করে চাকরির সন্ধান করতে হয়। কাজ করার বিষয়ে কী কী নিয়ম মানতেই হবে, রইল সুলুকসন্ধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৯:০১

ছবি: এআই।

আর্থিক স্বচ্ছলতা না থাকলে বিদেশে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যার মুখোমুখি হতে হয় অনেক পড়ুয়াকেই। কোনও কোনও ক্ষেত্রে পড়াশোনার জন্য যে ঋণ তাঁরা নিয়ে থাকেন, তা সময় মতো শোধ করেও উঠতে পারেন না। এ ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে চান অনেকে। সে ক্ষেত্রে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে, তা জেনে নেওয়া প্রয়োজন।

Advertisement

১। বিদেশে কাজের নির্দিষ্ট সময়সীমা বরাদ্দ থাকে। সেই বিধি মেনেই কোনও কাজে যোগ দিতে হবে। যদি সেই বিধি কোনও ভাবে অমান্য হতে পারে বলে মনে হয়, সে ক্ষেত্রে ওই কাজ করা যাবে না। সাধারণত প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করার নিয়ম আন্তর্জাতিক স্তরে লাগু করা হয়ে থাকে।

২। সরকারি অনুমোদন রয়েছে এমন সংস্থায় কাজ করাই ভাল। অনুমোদনহীন সংস্থায় যোগ দিলে আইনি জটিলতার মুখোমুখি হতে হবে, যা পড়াশোনার উপরেও প্রভাব ফেলতে পারে।

৩। সাধারণত কোনও সংস্থাই পড়ুয়াদের পূর্ণ সময়ের কর্মী হিসাবে নিয়োগ করে না। তার পরও কোনও কোনও পদে নিয়োগের ক্ষেত্রে এমন কোনও শর্ত দেওয়া হলে সেই চাকরিতে যোগ না দেওয়াই ভাল।

৪। স্বল্প সময়ের চুক্তিতে কাজ করলেও বিভিন্ন দেশের কর বিভাগের অধীনে নাম নথিভুক্ত করতেই হবে। তাই পড়াশোনার সঙ্গে চাকরির সিদ্ধান্ত নিয়ে এই বিভাগে রেজিস্ট্রেশন করিয়ে ফেলতে হবে।

৫। স্টুডেন্টস ভিসার অধীনে সব দেশে চাকরি বা স্বল্প সময়ের চুক্তিতে কাজের অনুমোদন না-ও মিলতে পারে। সে ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করলে দেশে ফেরতও পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। তাই নিয়ম জেনে তবেই চাকরির জন্য আবেদন করতে হবে।

৬। আইনি জটিলতা এড়াতে ক্যাম্পাসের মধ্যেই চাকরির খোঁজ করা যেতে পারে। সে ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির সুযোগ পেতে বেশি দূরে যেতে হবে না।

৭। সরাসরি বেতন দেওয়া হয়, এমন চাকরি করা যাবে না। নির্দিষ্ট পদ্ধতিতে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে কিনা, তা কাজে যোগদানের আগেই জেনে নিতে হবে।

কাজের জন্য পড়াশোনার যেন ক্ষতি না হয়, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। টাকা উপার্জনের জন্য ক্লাসে অনুপস্থিতির হার বৃদ্ধি পেলে কিংবা পরীক্ষায় অনুত্তীর্ণ হলে ভিসা রিনিউয়ালের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এ ছাড়াও এমন কোনও পরিবেশে কাজ না করাই ভাল, যা কাজের উপযুক্ত নয়, কিন্তু বেশি বেতন দেওয়া হচ্ছে। এ ছাড়াও যে দেশে পড়তে যাচ্ছেন, সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে চাকরি সংক্রান্ত বিষয়ে জানার জন্য যোগাযোগ রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন